বিমানের আবিষ্কারক মহামুুনি বৈদিক ঋষি ভরদ্বাজ ।



বিমানের কথা চিন্তা করলেই প্রথমেই মাথায় আসে রাইট ভ্রাতৃদ্বয়ের কথা।১৯০৭ সালে তার তৈরিকৃত বিমান প্রথম উড্ডয়ন করেছিল। অথচ ৭০০০ বছর আগেই প্রাচীন বৈদিক ঋষি ভরদ্বাজ বিমানের কথা চিন্তা করেন।

ঋষি ভরদ্বাজের লিখিত 
বই "বৈমানিক শাস্ত্রে" প্রায় হাজার রকমে 
বিমানের কথা বলা আছে
। 

ব্যোমযান সম্পর্কে পবিত্র বেদে কি আছে দেখে নিই -

অনশ্বো জাতো অনভিশু রকথ্যে রথস্ত্রিচক্রঃ 
পরিবর্তে রজঃ মহত্তদ্বো দেবস্য প্রবাচনং 
দ্যামৃভবঃ পৃথিবীং যচ্ছ পূষ্যথ।।(ঋগ্বেদ ৪।৩৬।১)
-হে রথ নির্মাতা মনুষ্যগণ! তোমাদের নির্মিত প্রশংসনীয় রথ অশ্ববিহীন,বলাহীন,তিনচক্র বিশিষ্ট এবং আকাশে ভ্রমণকারী।তোমাদের এই দিব্য সুখ্যাতিযোগ্য মহান কর্মদ্বারা অন্তরিক্ষ ও পৃথিবী উভয়ই পুষ্ট হয়।

3 Comments

Post a Comment
Previous Post Next Post
close