ads banner

আমাদের সম্পর্কে

Vedic Sanatan Hinduism, বৈদিক সনাতন হিন্দুত্ববাদ

সনাতন ধর্ম প্রবাহমান নদীর মত পৃথিবীতে শান্তির বারি প্রবাহিত হয়ে আসছে সৃষ্টির শুরু থেকে। নদীর মত হাজার হাজার বাধা ঠেলে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীব্যাপী। যার উৎপত্তি আমাদের ভারতবর্ষে। হাজার হাজার বছর ধরে সত্যদৃষ্টা ঋষিদের সত্য উপলুদ্ধি এই ধর্মের ভিত্তি।

কোন ব্যক্তি বিশেষের কথায় এই ধর্ম সৃষ্টি হয়নি। হাজার বছর ধরে ধর্মান্তর, শাস্ত্রবিকৃতি, সংস্কৃতি ধ্বংসের কারণে আজ আমরা লক্ষ্যহীন যাযাবরের মত ধর্মাচরণ করি। আমাদের প্রকৃত সনাতন দর্শন আজ আমরা ভুলে গিয়েছি।

এই আধুনিক যুগে যে দর্শন পাশ্চাত্যের মানুষের জীবনে নিয়ে এসেছে অনাবিল সুখ। আধ্যাত্মিক চিন্তা চেতনায় নিয়ে গিয়েছে শিখরে সেই দর্শনের আমরা আর কিছুই চর্চা করি না।

আজ আমরা লৌকিক আচারকে ধর্ম বলে অন্ধের লাঠি মত ধরে পড়ে আছি তা আসল সনাতন ধর্ম নয়। আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ এটি পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। অন্ধ হয়ে আজ আমরা হয়ে পড়েছি কুয়োর ব্যাঙের মত।

আমরা হয়ে পড়েছি তেজহীন, জ্ঞানহীন, বলহীন, মেধাহীন। ভাবতে অবাক লাগে আমরা সেই সকল মানুষের উত্তরসূরী যাদের জ্ঞানের কল্যাণে পৃথিবী আজ সম্পৃদ্ধ। কিন্তু হায়! আমাদের অবস্থা আজ শোচনীয়।

জ্ঞানেই এই শোচনীয় অবস্থা থেকে উত্তরণের উদ্দেশ্য ২০১৯ সালের ১লা জানুয়ারি " বৈদিক সনাতন হিন্দুত্ব " নামক উদ্যাগের সূচনা হয়। আপনাদের সমর্থনে আমাদের ওয়েবসাইট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সনাতন ধর্মীয় ওয়েবসাইট।

প্রতিদিন হাজার হাজার মানুষ গুগল সার্চের সাহায্যে সনাতন ধর্ম সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করছে আমাদের ওয়েবসাইট থেকে। (চলমান থাকবে)