বৃহত্তম মুসলিম দেশের টাকায় যখন গণেশের ছবি। জানুন কেন ।




শাস্ত্রে রয়েছে গণেশ হল সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির দেবতা ৷ গণেশ থাকলে, বুদ্ধি-সম্মান-প্রতিপত্তি সংসারে আসবেই ৷ কিন্তু আপনি কি জানেন ? গণেশ ঠাকুরের ছবি টাকার মধ্যে ছাপানো হয় ? তাও কিনা বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশে ! অবাক লাগছে তো ? কিন্তু এটাই সত্যি ৷ ইন্দোনেশিয়া দেশের নোটেই রয়েছে গণেশের ছবি ৷

ইন্দোনেশিয়াতে ৮৭.৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী ৷ বাকি ৩ শতাংশ মানুষ হিন্দু ধর্মের ৷ কিন্তু কেন ইন্দোনেশিয়ার নোটে গণেশ ঠাকুরের ছবি ব্যবহার করা হয় ৷ জেনে নেওয়া যাক এর আসল কারণ ৷

ইন্দোনেশিয়ার কারেন্সি-কে রুপিয়াহ বলা হয়ে থাকে ৷ সেই দেশের ২০ হাজার টাকার নোটেই রয়েছে গণেশ ঠাকুরের ছবি ৷ কারণ ইন্দোনেশিয়ায় গণেশ ঠাকুরকে শিক্ষা, কলা এবং বিজ্ঞানের দেবতা বলা হয়ে থাকে ৷

ইন্দোনেশিয়ার নোটে উল্লেখযোগ্য আর কি জিনিস রয়েছে ? ২০ হাজার টাকার নোটের সামনে রয়েছে গণেশ ঠাকুরের মন্দির ৷ আর পিছনের দিকে রয়েছে একটি ক্লাসরুমের ছবি ৷ এছাড়াও ইন্দোনেশিয়ার সর্বপ্রথম শিক্ষামন্ত্রীর ছবিও ছোট করে রয়েছে নোটের পিছনে ৷

গণেশ ঠাকুরের ছবি নোটের মধ্যে কেন ? তা নিয়ে একাধিক মতামত রয়েছে ৷ কেউ কেউ বলেন, বেশ কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল ৷ সেই সময়ই সরকারের তরফ থেকে অনেক ভাবনা চিন্তা করার পর নয়া একটি ২০ হাজার টাকার নোট বাজারে আনা হয় ৷ সেই নতুন নোটেই ছাপা হয়েছিল গণেশ ঠাকুরের ছবি ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, এই গণেশ ঠাকুরের ছবির জন্যই ইন্দোনেশিয়ার অর্থব্যবস্থা এখনও অবধি ঠিক রয়েছে ৷

শুধু গণেশ ঠাকুরের মুর্তির কথা শুনেই তাজ্জব হবেন না ৷ ইন্দোনেশিয়ার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে অর্জুন এবং শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে ৷ এছাড়াও ইন্দোনেশিয়ার সেনার ম্যাসকট হল হনুমান ৷
নবীনতর পূর্বতন