ভগবান শ্রীকৃষ্ণের জপকৃত মহামন্ত্র গায়ত্রী মন্ত্র।

ভগবান শ্রীকৃষ্ণের জপকৃত মহামন্ত্র গায়ত্রী মন্ত্র।


"সাধুশ্রেষ্ট শ্রীকৃষ্ণ নির্মল জলে স্নান সেরে বস্ত্র ও উত্তরীয় পরে যথাবিধি সন্ধ্যা উপাসনা ও অগ্নিতে হোম করলেন।তারপর তিনি মৌনি হয়ে গায়ত্রী জপ করতে লাগলেন। "
☞শ্রীমদ্ভাগবত,১০ম স্কন্ধ ৭০ তম অধ্যায়)

জগদ্গুরু শ্রীকৃষ্ণ এর জীবনী পাঠ করতে গেলে আমরা দেখতে পায় উনিও প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করে উনার দৈনিক কার্য্য শুরু করতেন।

আর আজ আমাদের হিন্দুরা গায়ত্রী মন্ত্রটিও জানিনা।
আর কতকাল আমরা আমাদের বৈদিক আলো থেকে বঞ্চিত হবো?
সময় এসেছে এখন সে বৈদিক পথে চলার।
দিন শুরু হোক আমাদের গায়ত্রী মন্ত্র জপে।
গায়ত্রী মন্ত্রের বঙ্গানুবাদ পড়লে আপনি বুঝতে পারবেন ঈশ্বরের কাছে আমাদের এ আকুল মিনতি যা আমাদের বেদে আছে।
ঈশ্বর আমাদের শিখিয়ে দিলেন কিভাবে তাকে প্রার্থনা করব আমরা সুন্দর জীবনের জন্য।
আসুন আজ থেকে শুরু করি বৈদিক জীবনে পথ চলা।
চলুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই পবিত্র মহামন্ত্রটি পাঠ করে শুরু করি আমাদের দৈনিক জীবন যাত্রা।



☞গায়ত্রী মন্ত্রঃ
ওঁ ভূভবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেন্যং
ভর্গো দেবস্য ধীমহি ।
ধিয়ো যো নং প্রচোদয়াৎ।।

☞অনুবাদ :যিনি ত্রিলোকের স্রষ্টা অথ্যাৎ সমগ্র বিশ্ব জগতের প্রসবিতা, সে সচ্চিদানন্দঘন নিরাকার পরমব্রহ্মের বরনীয় জ্যোতি কে আমরা ধ্যান করি।তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরনা দান করুন ।

☞(ঋকবেদ ৩/ ৬২/ ১০ যজুঃবেদ ৩/ ৩৫, ৩০/ ২সামবেদ উত্তর আর্চিক ৬/ ৩/ ১০।)এই মন্ত্রের দেবতা সবিতা ।দ্রষ্ট্রা ঋষি বিশ্বামিত্র , ছন্দ গায়ত্রী এবং এটাই বেদের সর্ব শ্রেষ্ঠ মন্ত্র এবং ছন্দ ।

☞ঋকবেদের ২য় মন্ডলের ৩৮ সূক্তের ৭থেকে ১১ নং মন্ত্রে সবিতাকে সকল শক্তির উত্স বলে তার স্তুতি করা হয়েছে।

☞ভগবান শ্রী কৃষ্ণ গীতার বিভূতিযোগে ৩৫নং শ্লোকে বলেছেন ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী।


বিজয় বিদ্যার্থী
☞প্রচারে-সনাতন বিদ্যার্থী সংসদ
নবীনতর পূর্বতন