ফ্রিতে দেখুন মহাভারত সিরিয়াল | বাংলা মহাভারত

মহাকাব্য মহাভারত-এর উপর ভিত্তি করে নির্মিত স্টার জলসার মহাভারত সিরিয়ালটি বাংলা টেলিভিশনের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়।  ২০১৩ সালে শুরু হয়ে ২০১৫ সালে সমাপ্ত এই সিরিয়ালটি কেবল জনপ্রিয়তার শিখরেই পৌঁছায়নি, বরং একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছিল।

এটি একই নামে ১৯৮৮-এর টিভি ধারাবাহিকের পুনর্করণ। এটি স্টার প্লাসে ১৬ সেপ্টেম্বর, ২০১৩ থেকে ১৬ আগস্ট, ২০১৪ পর্যন্ত চলে। এটি হিন্দি ভাষায় নির্মিত হলেও ভারতের আরও কিছু প্রধান প্রধান ভাষা তেমন: বাংলা, মারাঠি,ওড়িয়া, তামিল, তেলুগু, মালয়ালম ও কানাড়ি ভাষায় ডাবিং করা হয়েছিল।

মহাভারত সিরিয়াল, বাংলা মহাভারত, মহাভারত, স্টার জলসা মহাভারত, সম্পূর্ণ মহাভারত

এটি স্বস্তিকা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড দ্বারা প্রযোজিত যার অভিনয়ে আছেন শ্রীকৃষ্ণ হিসেবে সৌরভ রাজ জৈন, অর্জুন হিসেবে শাহির শেখ, দ্রৌপদী হিসেবে পূজা শর্মা, কর্ণ হিসেবে অহম শর্মা, ভীষ্ম হিসেবে আরভ চৌধুরী, দুর্যোধন হিসেবে অর্পিত রাঙ্কা।

বাংলা ভাষায় পুরো মহাভারত সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে দেখতে এখনই " মহাভারত দেখুন " বাটনে ক্লিক করুন। লিংকটি নিরাপদ রাখার জন্য করেকটি ধাপ পার করে আসল ওয়েবসাইটে যেতে হবে।


মহাভারত দেখুন

Post a Comment (0)
Previous Post Next Post
close