প্রতিমা শব্দের বৈদিক ও আধুনিক অভিধান।জানুন ও কুকথার জবাব দিন।

প্রতিমা-শব্দের-বৈদিক-ও-আধুনিক-অভিধান

"প্রতিমানং প্রতিবিম্বং প্রতিমা প্রতিয়াতনা প্রতিচ্ছায়া।।
প্রতিকৃতিরর্চা পুংসি প্রতিনিধি রূপমোপমানং স্থাত্।"

(অমরকোষ ২/১০/৩৫-৩৬)

সরলার্থ অর্থঃ— প্রতিমান, প্রতিবিম্ব, প্রতিমা, প্রতিয়াতনা, প্রতিচ্ছায়া, প্রতিকৃতি, অর্চা, প্রতিনিধি- বৈদিক অভিধান অনুসারে এই আট নামেই প্রতিমার শব্দ।


Bangla Dictionary
বাংলা অভিধান অনুসারে প্রতিমা শব্দ
প্রতিমা আট নামের কি অর্থ দেখবো চলুন—
                                            



                                                প্রতিমান এর অর্থ

model, weight, pattern, balancing.
প্রতিমান বলতে— উৎকৃষ্ট উদাহরণ বা আদর্শ রীতি; আদর্শ হিসাবে গৃহীত কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়।
প্রতিমান n a model, a pattern; (phys.) bal ancing, a weight. প্রতিমান করা v. (phys.) to balance.
model, weight, pattern, balancing.
model— নকশা, গঠন করা, আদর্শ, শিল্পীর মডেল, আদরা, ছাঁচ, মডেল, প্রতিমাণ, প্রতিমান, অনুকরণীয় ব্যক্তি, অনুকরণীয় বস্তু, সদৃশ ব্যক্তি, সদৃশ বস্তু, প্যাটার্ন, শিল্পীর প্যাটার্ন, টাইপ, শিল্পীর মডেল বা আদর্শ ভাস্কর ও চিত্রশিল্পীদের নিকট যে ব্যক্তি বিশেষ ভঙ্গীতে অবস্থান করে, আদরা অনুযায়ী গঠন করা, আদরা গঠন করা, নকল করা, নকশার কার্য করা।
weight— বোঝা, ভর, প্রভাব, গুরুত্ব, চাপ, প্রতিমাণ, প্রতিমান, পাষাণ, ওজন, ওজন প্রকাশের এককবিশেষ, অধিকতর ভারী করা, ভার চাপান, পাষাণ চাপান, অত্যাচার করা, দায়িত্ব চাপান, পাল্লা চাপান, ভার, ওজন, উমান, তৌল, গুরুভার বস্তু, বাটখারা, পড়েন।
pattern— নমুনা, আদর্শ, ছাঁচ, ঢক, প্রতিমাণ, প্রতিমান, প্যাটার্ন, শিল্পীর প্যাটার্ন, টাইপ, উৎকৃষ্ট উদাহরণ, উৎকৃষ্ট নিদর্শন, কারুকার্যের নকশা, উৎকৃষ্ট উদাহরণ বা নিদর্শন, আদর্শরূপে গঠন করা, আদর্শানুযায়ী গঠন করা।
balancing— প্রতিমাণ, প্রতিমান, মিট।
                                           প্রতিবিম্ব এর অর্থ
প্রতিবিম্ব n a reflected image, a reflection, an image. প্রতিবিম্বন n. act of being re flected, reflection. প্রতিবিম্বিত a. re flected.
image, shadow, reflection, reflex, reflexion, repercussions, reflected image, shadow.
image— ধারণা, স্বরুপ, প্রতিরুপ, ভাব, কল্পনা করা, ভাবমূর্তি, প্রস্তরমূর্তি, প্রতিমা, বিম্ব, প্রতিবিম্ব, রুপক, প্রতিমূর্তি, উপমা, ছায়া, প্রতিচ্ছায়া, পুত্তলি, মনোভাব, সাদৃশ্য, প্রতিমা গঠন করা, অঙ্কিত করা, প্রতিবিম্বিত করা, প্রতিমূর্তি নির্মাণ করা।
shadow— অন্ধকার, বিম্ব, প্রতিবিম্ব, ছায়া, প্রতিচ্ছায়া, অবাস্তব বস্তু, ভূত, লেশ, অলীক বস্তু, একফালি ছায়া, দর্শনগোচর চেহারামাত্র, অশরীরী আত্মা, অবিচ্ছেদ্য সঙ্গী, ছায়াবৃত রকা, অন্ধকারাবৃত রকা।
reflection— প্রতিরুপ, ঠাওরান, বিম্ব, প্রতিবিম্ব, ছায়া, প্রতিচ্ছায়া, ভাবনা, অনুচিন্তন, অনুচিন্তা, নিন্দা, প্রতিফলন, অনুধ্যায়, গভীর চিন্তা, নিন্দন, প্রতিফলিত আলোক, প্রতিবিম্বন।
reflex— অভিব্যক্তি, প্রবৃদ্ধ, প্রতিবিম্ব, প্রতিফলন, প্রতিফলিত আলোক, প্রতিবিম্বন, প্রতিফলিত, প্রতিবিম্বিত, প্রতিচ্ছবি, বক্র, প্রতিক্ষিপ্ত, প্রতিবর্তি, প্রতিফলিত আলো।
reflexion— প্রতিরুপ, বিম্ব, প্রতিবিম্ব, ছায়া, প্রতিচ্ছায়া, ভাবনা, বিবেচনা, অনুচিন্তন, অনুচিন্তা, নিন্দা, প্রতিফলন, অনুধ্যায়, গভীর চিন্তা, নিন্দন, প্রতিফলিত আলোক, প্রতিবিম্বন, ভাবনাচিন্তা, ছায়া।
repercussions— প্রতিবিম্ব।
reflected image— প্রতিবিম্ব।
shadow— অন্ধকার, বিম্ব, প্রতিবিম্ব, ছায়া, প্রতিচ্ছায়া, অবাস্তব বস্তু, ভূত, লেশ, অলীক বস্তু, একফালি ছায়া, দর্শনগোচর চেহারামাত্র, অশরীরী আত্মা, অবিচ্ছেদ্য সঙ্গী, ছায়াবৃত রকা, অন্ধকারাবৃত রকা।
                                              প্রতিমা এর অর্থ
প্রতিমা বি. (১) প্রতিমূর্তি, প্রতিকৃতি; (২) ঈশ্বরের কোনো রূপের সাদৃশ্যকল্পনায় গঠিত বা নির্মিত দেবমূর্তি; (৩) বিগ্রহ, মূর্তরূপ (সৌন্দর্যের প্রতিমা)।
[সং. প্রতি + √ মা + অ + আ]।
প্রতিমা n an icon, an image; an idol. ̃চূর্ণকারী a. iconoclastic. ☐ n. an icono clast. চূর্ণন iconoclasm. নিরঞ্জন, বিসর্জন n. the ceremonial immersion of an idol. ̃পূজক n. an idolater, an iconolater, an image-worshipper. ☐ a. idolatrous. ̃পূজা n. idolatry, iconolatry, image-worship. ̃পূজাবিরোধী a. opposed to image-worship; icono clastic. ̃শিল্প n. the art of making im ages. ̃শিল্পি n. the artist who makes an image.
figure, icon, representation, fetish, idol, baal, eidolon, ikon.
figure— মূর্তি, আকৃতি, মানবমূর্তি, বাহ্য রূপ, শারীরিক গঠন, নকশা, ক্ষেত্র, গঠন করা, আকার, গঠন, প্রকার, সংখ্যা, অঙ্ক, রাশি, ঠাম, প্রতীক, পরিকল্পনা করা, প্রকাশ করা, উদাহরণ, কল্পনা করা, পরিমাণ, রকম, আকার দান করা, প্রতিমা, প্রতিমা গঠন করা, বৈশিষ্ট্য, চরিত্র, নকশা আঁকা, ব্যক্তিত্ব, অঙ্কপাত করা, মানবমূর্তি, জ্যামিতিক চিহ্ন, রুপায়িত করা, মূর্ত করা, অঙ্কদ্বারা প্রকাশ করা, মূর্ত হওয়া, প্রকট হওয়া, প্রকাশিত হওয়া, দেখা দেওয়া।
icon— মূর্তি, প্রতিমা, বিগ্রহ, অঙ্কিত প্রতিমূর্তি, খোদাই-করা প্রতিমূর্তি, অন্যভাবে নির্মিত প্রতিমূর্তি।
representation— বিবরণ, বর্ণনা, প্রতিমা, বিবৃতি, অভিনয়, নিবেদন, চিত্র, প্রতিনিধিত্ব, অভিযোগ, প্রতিরূপ, উপস্থাপনা, কল্পমূর্তি, অভিনয়, প্রতরুপ।
fetish— প্রতিমা, ফেটিশ, দেবমূর্তি, ভক্তির পাত্র, ভালবাসার ব্যক্তি, ভক্তিবস্তু।
idol— প্রতিমা, প্রতিমূর্তি, বিগ্রহ, ঠাকুর, দেবমূর্তি, ভক্তির পাত্র, শ্রদ্ধার পাত্র, উপাস্য বস্তু, উপাস্য দেবদেবী, উপাস্য ব্যক্তি, ভালবাসা পাত্র, পরম ভক্তির পাত্র, অর্চা।
baal— প্রতিমা, দেবমূর্তি, নিশীয়দের দেবতাবিশেষ, দেবতা।
eidolon— আদর্শ, প্রতিমা, দৃষ্টান্ত, ভূত, ছায়ামূর্তি, দেবমূর্তি, ভক্তির পাত্র, ভালবাসার ব্যক্তি।
ikon— মূর্তি, প্রতিমা, বিগ্রহ, অঙ্কিত প্রতিমূর্তি, খোদাই-করা প্রতিমূর্তি, অন্যভাবে নির্মিত প্রতিমূর্তি।
                                        প্রতিয়াতনা এর অর্থ
প্রতিয়াতনা (Retribution)— প্রতিফল, কোনো কাজের জন্য প্রাপ্য পুরস্কার ইঃ পাওনা (retribution) প্রতিফল
punishment, revenge, retaliation, visitation, requital, retribution, retributory punishment.
প্রতিচ্ছায়া_এর_অর্থ
প্রতিচ্ছায়া বি. (১) প্রতিবিম্ব; (২) প্রতিকৃতি; (৩) সাদৃশ্য। [সং. প্রতি + ছায়া]।
প্রতিচ্ছায়া n a reflection; a shadow; an im age, a likeness; resemblance, likeness.
likeness— চেহারা, প্রতিরুপ, প্রতিমূর্তি, উপমা, প্রতিচ্ছায়া, সাদৃশ্য, মিল, আনুরুপ্য, অনুরূপতা, সাধর্ম্য, সদৃশ হওয়া।
resemblance— ছায়া, প্রতিচ্ছায়া, সাদৃশ্য, মিল, আনুরুপ্য, অনুরূপতা, সদৃশতা, সাধর্ম্য, সমরুপতা।
প্রতিকৃতি_এর_অর্থ
প্রতিকৃতি n a portrait; an image. picture, portrait, effigy, depiction, portraiture.
picture— ছবি, মূর্তি, অঙ্কিত করা, চলচ্চিত্র, চিত্র, চলচ্চিত্রের প্রদর্শনী, চিত্রাঙ্কন, প্রতিকৃতি, সুন্দর দৃশ্য, চলচ্চিত্র নির্মিত ছবি বা বই, চিত্র করা, চিত্রিত করা, সুস্পষ্টভাবে বর্ণনা করা।
portrait— প্রতিকৃতি, স্পষ্ট বর্ণনা, মানুষের প্রতিকৃতি, জন্তুর প্রতিকৃতি, প্রাঁজল বর্ণনা, মানুষের বা জন্তুর প্রতিকৃতি, প্রাঞ্জল বা স্পষ্ট বর্ণনা।
effigy— প্রতিমূর্তি, পুত্তলি, প্রতিকৃতি।
depiction— বর্ণন, চিত্রণ, চিত্র, চিত্রাঙ্কন, প্রতিকৃতি, রুপায়ণ।
portraiture— প্রতিকৃতি, চিত্রাবলী, প্রতিকৃতি অঙ্কন, প্রতিকৃতিঅঙ্কন, প্রতিকৃতিসমূহ, চিত্রানুগ বর্ণনা।
অর্চা এর অর্থ
অর্চা বি. পূজা (তু. পূজা-অর্চা)। [সং. √ অর্চ্ + অ + আ]।
অর্চা n an idol; worship (used as a cor relative of পূজা as in পূজাঅর্চা). ☐ v. (poet.) to worship.
idol, idol.
idol— প্রতিমা, প্রতিমূর্তি, বিগ্রহ, ঠাকুর, দেবমূর্তি, ভক্তির পাত্র, শ্রদ্ধার পাত্র, উপাস্য বস্তু, উপাস্য দেবদেবী, উপাস্য ব্যক্তি, ভালবাসা পাত্র, পরম ভক্তির পাত্র, অর্চা, উপাস্য দেবতা ব্যক্তি বা বাস্তু।
প্রতিনিধি এর অর্থ
প্রতিনিধি n a deputy; an agent; a represen tative; a delegate; a substitute; a proxy. রাজপ্রতিনিধি n. a viceroy. প্রতিনিধিত্ব n. of fice or tenure of a deputy or agent or representative or substitute. প্রতিনিধিত্ব করা v. to deputize; to act as an agent of; to represent; to act as a delegate or substitute or proxy of. ̃বর্গ n. a del egation, a deputation, body of repre sentatives. ̃সভা n. a meeting of del egates or deputies or representatives.
agent— শক্তি, কর্মের কর্তা, নিমিত্ত, পরিচালক, কারকুন, যন্ত্র, মাধ্যম, কর্তা, প্রতিনিধি, নিযুক্তক, দালাল, এজেণ্ট, কার্যকর্তা, কার্যকারী, কারপরদাজ, আম মোক্তার, আড়তদার, মুৎসুদ্দি, করণিক, অনুমোদিত প্রতিনিধি।
representative— নমুনা, নমুনাস্বরুপ, প্রতিনিধি, দালাল, দূত, নির্দশ, প্রতিনিধিত্বমূলক, প্রতিনিধিস্থানীয়, প্রতিনিধিস্থানীয় ব্যক্তি, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত, প্রতিনিধি-স্থানীয়, প্রতিনিধিত্বকর, আদর্শস্থানীয়, প্রতিরুপস্বরুপ, বর্ণনমূলক, বর্ণনাকর।
deputy— সহকারী, প্রতিনিধি, অনুকল্প, ডেপুটি।
proxy— প্রতিনিধি, বদলি, অন্যের পরবর্তিরূপে কাজ করা, স্থানাপন্ন ব্যক্তি।
ambassador— অগ্রদূত, প্রতিনিধি, দূত, দৌত্যকার্যে নিযুক্ত ব্যক্তি, রাষ্ট্রদূত, রাজদূত, সরকারি সংবাদবাহক।
delegate— অর্পণ করা, প্রতিনিধি, প্রতিনিধি নিয়োগ করা।
deputationist— প্রতিনিধি।
viceregent— প্রতিনিধি।
legman— প্রতিনিধি, দালাল, এজেণ্ট, গোমশতা, গোমস্তা।
syndic— শাসক, প্রতিনিধি, আম মোক্তার, বিচারক, উকিল, অধিবক্তা, পৌরশাসক।
vakeel— প্রতিনিধি, উকিল।
surrogate— প্রতিনিধি।
vicar— প্রতিনিধি, বদলি, ভিকার, বিশপের প্রতিনিধি, উপাচার্য, পল্লী-পুরোহিত।
lieutenant— প্রতিনিধি, বদলি, সৈন্যবাহিনীতে ক্যাপটেনের অধস্তন অফিসার।
locum tenens— প্রতিনিধি, বদলি।
vakil— প্রতিনিধি।
commissary— প্রতিনিধি, বিশপের প্রতিনিধি।
commissar— প্রতিনিধি, কমিসার।
representative— প্রতিনিধি।
lieutenant— প্রতিনিধি, বদলি, সৈন্যবাহিনীতে ক্যাপটেনের অধস্তন অফিসার।
(অমরকোষ ২/১০/৩৬-৩৬)_নিয়ে_ব্যাখ্যা
উৎকৃষ্ট উদাহরণ বা আদর্শ রীতি; আদর্শ হিসাবে গৃহীত কোনো বস্তু প্রতি যেকোনো ব্যক্তি ধারণা করে ঈশ্বরের কোনো রূপের সাদৃশ্য কল্পনায় গঠিত নির্মিতে দেবমূর্তি প্রতিফল উপমা স্পষ্ট বর্ণনা উপাস্য দেবতা ব্যক্তি বাস্তু অনুকল্প।
_____________000_______________
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি!
                                                    জয় শ্রীরাম
                                                 হর হর মহাদেব
                                                        SVS
                                            চট্টগ্রাম বিভাগীয় কর্মী
                                               শ্রী বাবলু মালাকার
(সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম)
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন